পূর্ব বর্ধমান জেলা পুলিশ-এর উদ্যোগে “যদি চাও বাঁচতে গাড়ি চালাও আস্তে” এই স্লোগানকে সামনে রেখে পথচারীদের সচেতন করতে পথে নামলো কাটোয়া থানার পুলিশ। ট্যাবলো সহযোগে মোটরবাইক Rally করে পথচারী, বাইক আরোহী সহ অন্যান্য গাড়ি চালকদের সচেতন করা হয়। সপ্তাহ-ভর এই সচেতনতা প্রচার চলবে। সচেতনতার প্রচার পর্ব শেষ হলেই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে কাটোয়ার পাঁচঘড়া মোড় থেকে Rally শুরু হয়ে শহরের পৌরসভা মোড়ে এসে শেষ হয়।
পথচারীদের সচেতন করতে পথে নামলো কাটোয়া থানার পুলিশ
শুক্রবার,০৩/১২/২০২১
652