জেনে নিন কবে কখন কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় জাওয়াদ


শুক্রবার,০৩/১২/২০২১
938

আজ সকাল বেলায় অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে জাওয়াদ । এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এরউপরে রয়েছে ।বিশাখাপত্তনম থেকে চারশো কুড়ি কিলোমিটার গোপালপুর থেকে পাঁচশ ৩০ কিলোমিটার ও পারাদ্বীপ থেকে ৬৫০ কিলোমিটার দূরে রয়েছে এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এরপর আরো শক্তি বাড়াবে তারিখ সকালে অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা উপকূলে কাছে পৌঁছাবে তার পরে নেবে উত্তর-উত্তরপূর্ব দিকে এগোবে উড়িষ্যা উপকূল বরাবর যাবে ৫ তারিখ দুপুরে পুরীর কাছে যাবে তারপর উত্তর-পূর্ব দিকে গিয়ে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসবে এর ফলে ৪ ,৫ এবং ৬ তারিখ বৃষ্টি হবে । ৪ তারিখ উপকূলে সব জেলাতেই বৃষ্টিপাত হবে ।ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর। বাকি দুই ২৪ পরগনা ঝারগ্রাম ও হাওড়াতে শুধু ভারী বৃষ্টি হবে। 5 তারিখ বৃষ্টি বাড়বে ২ মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলি কলকাতা ঝারগ্রাম এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এছাড়া পুরুলিয়া বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ ২ বর্তমানে শুধুমাত্র বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। ৬ তারিখ বাংলাদেশ লাগোয়া নদিয়া মুর্শিদাবাদ ও ২৪ পরগনা তে বৃষ্টি হবে।

https://dai.ly/x861d5l

সমুদ্রের উপরে হাওয়া শুরু হবে ৪ তারিখ থেকে। ৪ তারিখ ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় হাওয়া বইবে ।বিকেলে ধীরে ধীরে এই গতিবেগ বাড়বে। ৫ তারিখ নাগাদ ৬০ থেকে ৭০ কিলোমিটার হওয়ায় গতি হবে, গস্টিং ৮০ কিলোমিটার পৌঁছাবে ।স্থলভাগের হওয়ায়গতি দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ,হাওড়া, হুগলি কলকাতাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার । ৫ তারিখ হাওয়া গতি বেড়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার । ৬ তারিখ বাংলাদেশ লাগোয়া জেলা গুলোতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। ৬ তারিখ কলকাতাসহ হাওড়া হুগলি ৩০ কিলোমিটার বেগে হাওয়া বইবে । মৎস্যজীবীদের সমুদ্র যেতে মানা করা হয়েছে তিন থেকে পাঁচ তারিখ পর্যন্ত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট