আম্ফান ইয়াসের ক্ষত কাটতে না কাটতেই আবার একটা সাইক্লোন। এই সাইক্লোনে জন্য দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন জানাচ্ছেন ইতিমধ্যে 11 হাজার মানুষকে সেভ জোনে নিয়ে যাওয়া হয়েছে এছাড়াও সমস্ত মৎস্যজীবীদের কে ফেরত আনার ব্যবস্থা চলছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট কোস্টগার্ড সমস্ত অফিসার কে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে ।কোন রকম প্রাণহানি যাতে না হয় সমস্ত রকম ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানালেন দক্ষিণ 24 পরগনার ডিএম ড: পি উল্কানাথান।
আম্ফান ইয়াসের ক্ষত কাটতে না কাটতেই আবার একটা সাইক্লোন
শুক্রবার,০৩/১২/২০২১
712