বিজেপির সর্বভারতীয় কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবে এখনও রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম !


শুক্রবার,০৩/১২/২০২১
905

নরেন্দ্র মোদির হাইটেক বিজেপির এ কী হাল। কে দলে আছেন, কে নেই, সেটাই অজানা নেতৃত্বের। স্বাভাবিকভাবেই চরম বিভ্রান্তি গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে। শুধুমাত্র অবাক কাণ্ড বললে কম বলা হবে, হাস্যকর ঘটনাও বটে। বিজেপির সর্বভারতীয় কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবে এখনও রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম। অথচ রাজীব কিছুদিন আগে শুধু তৃণমূল কংগ্রেসে ফিরেই আসেননি, দলের পক্ষে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন ত্রিপুরার পুরনির্বাচনের প্রচারে। দলীয় প্রার্থীদের নিয়ে ঘুরেছেন মানুষের দরজায় দরজায়। বুঝিয়েছেন ত্রিপুরাকে এবং দেশকে বিজেপির অপশাসনমুক্ত করা ঠিক কতটা জরুরি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে বক্তব্যও পেশ করেছেন রাজীব। এর পরেও কীভাবে বিজেপির সাইটে এখনও তাঁর নাম রয়ে গিয়েছে সেটাই বিস্ময়ের। সন্দেহ নেই গেরুয়া শিবিরের দেউলিয়া অবস্থাকেই আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই কাণ্ড।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট