ধেয়ে আসছে ঘূর্ণীঝড় “জাওয়াদ”


বৃহস্পতিবার,০২/১২/২০২১
7667

ধেয়ে আসছে ঘূর্ণীঝড় “জাওয়াদ”। ঘূর্ণীঝড়ের প্রভাবে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শনিবার ও রবিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে অতিভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সর্তকতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার সীমানায় রয়েছে ওড়িশা রাজ্য। অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা রাজ্যে এই ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। পার্শ্ববর্তী জেলা হওয়ার জন্য পশ্চিম মেদিনীপুর জেলায় ঘূর্ণীঝড়ের ব্যাপক প্রভাব পড়বে অনুমান করেই জেলা প্রশাসন ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে। জেলার মোহনপুর, দাঁতন, কেশিয়াড়ি ও নারায়ণগড় ব্লক এই ঘূর্ণীঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে। জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে, জেলার কৃষকদের উদ্দেশ্যে ঘূর্ণীঝড় সম্পর্কিত সতর্কবার্তা জারি করা হয়েছে। মাইকিং করে প্রচার করা হচ্ছে। পাকা ধান কেটে, তা গুদামজাত করার জন্য বলা হয়েছে। জেলার উপ-কৃষিঅধিকর্তা বিষয়ে জানিয়েছেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট