দুয়ারে সরকারের ধাঁচে এবার হাওড়ায় দুয়ারে পঞ্চায়েত। বুধবার সকালে আমতা বিধানসভার বাগনান-১ নম্বর ব্লকের বাইনান গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস হাজরা বিভিন্ন পরিষেবা পৌঁছে দিতে মানুষের দুয়ারে হাজির হয়ে গেলেন। ওই পঞ্চায়েতের বিভিন্ন এলাকার বাসিন্দাদের বাড়িতে বাড়িতে গিয়ে তফসিলি জাতি-উপজাতির শংসাপত্র, ওয়ারিশন সার্টিফিকেট প্রভৃতি তুলে দিলেন পঞ্চায়েত প্রধান। সকাল থেকেই পঞ্চায়েতের আধিকারিকদের সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে মানুষের দুয়ারে গিয়ে ওইসব শংসাপত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে তুলে দিলেন। এইরকম ৭০ জনের বাড়িতে গিয়ে পঞ্চায়েতের এই পরিষেবা পৌঁছে দেওয়া হয়। এখন থেকে প্রতিদিনই বাইনান এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা পৌঁছে দেবে। গ্রামবাসীদের এসসি এসটি সার্টিফিকেট, ওয়ারিশেন সার্টিফিকেট প্রভৃতি পেতে আর পঞ্চায়েত বা বিডিও অফিসে যেতে হবে না।
দুয়ারে সরকারের ধাঁচে এবার হাওড়ায় দুয়ারে পঞ্চায়েত
বৃহস্পতিবার,০২/১২/২০২১
2540