৬টি বড় হাসপাতালে গড়ে তোলা হচ্ছে হাইব্রিড আইসিইউ ইউনিট


বৃহস্পতিবার,০২/১২/২০২১
538

কাঁথি ও এগরা-সহ পূর্ব মেদিনীপুর জেলার ৬টি বড় হাসপাতালে গড়ে তোলা হচ্ছে হাইব্রিড আইসিইউ ইউনিট। শিশু ও বয়স্কদের করোনা চিকিৎসায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিট হিসাবে লন্ডন ও নিউইয়র্কের দুটি গ্রামীণ হাসপাতালের মডেলে এই হাইব্রিড আইসিইউ ইউনিট গড়া হচ্ছে এই হাসপাতালগুলিতে। এখানেও শিশু ও বয়স্কদের একই ইউনিটে চিকিৎসা চলবে একই মেডিক্যাল টিমের অধীনে, মোটামুটি ৬ সপ্তাহ ভর্তি রেখে। এই ধরনের প্রতিটি ইউনিট তৈরিতে খরচ পড়বে প্রায় ১ কোটি টাকা করে। আগামী মার্চের মধ্যেই ৬ হাসপাতালে মোট ১৪৪ বেডের এই হাইব্রিড আইসিইউ পরিকাঠামো তৈরির কাজ সম্পন্ন হবে। ইতিমধ্যে স্বাস্থ্যভবন অনুমোদন দিয়েছে। জেলা স্বাস্থ্য দফতরের খবর, এই ৬ হাসপাতাল হল— তমলুক জেলা হাসপাতাল, পাঁশকুড়া, নন্দীগ্রাম ও এগরা সুপার স্পেশ্যালিটি হসপিটাল, কাঁথি ও হলদিয়া মহকুমা হাসপাতাল। প্রতিটি হাসপাতালে ২৪ বেডের হাইব্রিড আইসিইউ তৈরি হবে। তার মধ্যে ১৮টি বেড বয়স্কদের জন্য, বাকি ৬টি বেড থাকবে শিশুদের জন্য। জেলার এই হাসপাতালগুলিতে আগে থেকেই ১০ থেকে ২০ শয্যার আইসিইউ এবং এইচডিইউ (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) চালু আছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট