দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানার সোনাড়িয়াতে আজ সকালে বাজি কারখানায় বিস্ফোরণ-এ অসীম মণ্ডল, অতিথি হালদার ও কাকলী মিদ্দে নামে তিন জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের জেরে কারখানার ছাদ ভেঙে চৌচির হয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ও দমকল আসে ঘটনাস্থলে। কারখানার মধ্যে তিনটি ড্রামে বোমা মজুত ছিল বলে দমকল ও পুলিশের প্রাথমিক অনুমান। সেই মজুত বোমাতে আগুন লেগেই বিস্ফোরণ হয়। বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানার মধ্যে আটকে থাকা তিনজনের পুড়ে মৃত্যু হয়েছে। এলাকাজুড়ে বারুদের কটু গন্ধে ভরে যায়। পরে মৃত অবস্থায় তিনজনকে উদ্ধার করে দমকল। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বেআইনিভাবে শব্দবাজি তৈরি করে মজুত করা হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। বিকেলে আসতে পারে ফরেনসিক দল।
আজ সকালে বাজি কারখানায় বিস্ফোরণ
বুধবার,০১/১২/২০২১
566