এখনও পর্যন্ত ১২৪ কোটি ১০ লক্ষেরও বেশি কোভিড-১৯ ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে


বুধবার,০১/১২/২০২১
475

দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় এখনও পর্যন্ত ১২৪ কোটি ১০ লক্ষেরও বেশি কোভিড-১৯ ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। গতকাল ৮০ লক্ষ ৯৮ হাজারেরও বেশি ডোজ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত আট হাজার নশোরও বেশি মানুষ। দেশে এই মুহূর্তে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৯ হাজার ২৩ যা ৫৪৭ দিন পরে এক লক্ষেরও নীচে নামল। আরোগ্যের হার ৯৮.৩৬ শতাংশ যা গত বছর মার্চের পর সর্ব্বোচ্চ। ২৪ ঘন্টায় সেরে উঠেছেন ১০ হাজারের বেশী। এই সময়ে মৃত্যু হয়েছে ২৬৭ জনের। রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে এখনো পর্যন্ত ১৩৭ কোটি ৮৭ লক্ষের বেশী ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী, রাজ্যগুলির হাতে এখনো ২৪ কোটি ১৬ লক্ষের বেশী অব্যবহৃত ভ্যাকসিন ডোজ রয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট