ধৃতের কাছে একটি ব্যাগ থেকে তিনটি ৭mm পিস্তল !


বুধবার,০১/১২/২০২১
573

মালদা জেলার মোথাবাড়ী থানা এলাকায় আর্সেনিক মোড় ৪নং স্পারে অবৈধ অস্ত্রের কারবারে সফিকুল ইসলাম বয়স ২১, নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাড়ি কালিয়াচক এর রাজনগর গ্রামে। ধৃতের কাছে একটি ব্যাগ থেকে তিনটি ৭mm পিস্তল, সাতটি ম্যাগাজিন, ২০ রাউন্ড ৭mm কার্তুজ, একটি ফায়ার আর্মস এবং একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট