অবৈধ পাথরখাদানের বিরুদ্ধে অভিযান


বুধবার,০১/১২/২০২১
340

অবৈধ পাথরখাদানের বিরুদ্ধে অভিযান চালিয়ে রবিবার বরাবাজার থানার লটপদা এলাকার ১৫টি খাদান চিহ্নিত করে বালি দিয়ে ভরাট করে দিল প্রশাসন। ভোর থেকে অভিযানে নামে পুরুলিয়া জেলা প্রশাসনের টাস্ক ফোর্স। খাদানগুলির প্রত্যেকটির পাশে ‘বেআইনি পাথরখাদান নিষিদ্ধ’ লেখা বোর্ড আটকে দেয় ব্লক প্রশাসন। জেলাশাসক রাহুল মজুমদার জানিয়েছেন, খাদানের এলাকায় কাউকে পাওয়া যায়নি। যে সব রায়তি প্লটে খাদানগুলি দেখা গিয়েছে, সেগুলির জমিমালিকদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে। বরাবাজারের লটপদায় দীর্ঘদিন ধরে অবৈধ পাথরখাদান চলছে বলে আগেই সরব হন জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। বলেন, রাজস্ব ফাঁকি দিয়ে বেআইনি কারবার চলতে দেওয়া যাবে না। অভিযান চালিয়ে, গত সোমবার রাতে লটপদাতেই পুলিশ দুবরাজ সিং লায়া ও প্রাণকৃষ্ণ সিং লায়া নামে বিজেপির নেতা দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট