স্যাটেলাইট স্বাস্থ্যকেন্দ্র। পূর্ব মেদিনীপুরের ৫টি পুরসভার মধ্যে কাঁথি, এগরা ও তমলুকে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে স্যাটেলাইট হেলথ সেন্টার গড়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। উপ-স্বাস্থ্যকেন্দ্রের ধাঁচে ১৫ হাজার জনসংখ্যা-পিছু একটি করে স্যাটেলাইট হেলথ সেন্টার তৈরি হবে। প্রতিটির জন্য বরাদ্দ ৩৩ লক্ষ টাকা। ইতিমধ্যেই জেলার পাঁচটি পুরসভাকে হেলথ সেন্টারের জন্য জমি চিহ্নিত করে এলাকার ম্যাপ-সহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। পুরসভাগুলির চেয়ারম্যান ও প্রশাসকদের নিয়ে বৈঠকও করেছে জেলা প্রশাসন। ২০১১-র জনসংখ্যা অনুযায়ী সবচেয়ে বেশি ১৩টি স্যাটেলাইট হেলথ সেন্টার হচ্ছে হলদিয়া পুরসভা এলাকায়। এখনকার জনসংখ্যার ভিত্তিতে হলে সংখ্যাটি আরও বাড়বে বলে প্রশাসনকে জানিয়েছেন হলদিয়া পুর কর্তৃপক্ষ।
স্যাটেলাইট স্বাস্থ্যকেন্দ্র !
বুধবার,০১/১২/২০২১
505