স্যাটেলাইট স্বাস্থ্যকেন্দ্র !


বুধবার,০১/১২/২০২১
526

স্যাটেলাইট স্বাস্থ্যকেন্দ্র। পূর্ব মেদিনীপুরের ৫টি পুরসভার মধ্যে কাঁথি, এগরা ও তমলুকে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে স্যাটেলাইট হেলথ সেন্টার গড়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। উপ-স্বাস্থ্যকেন্দ্রের ধাঁচে ১৫ হাজার জনসংখ্যা-পিছু একটি করে স্যাটেলাইট হেলথ সেন্টার তৈরি হবে। প্রতিটির জন্য বরাদ্দ ৩৩ লক্ষ টাকা। ইতিমধ্যেই জেলার পাঁচটি পুরসভাকে হেলথ সেন্টারের জন্য জমি চিহ্নিত করে এলাকার ম্যাপ-সহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। পুরসভাগুলির চেয়ারম্যান ও প্রশাসকদের নিয়ে বৈঠকও করেছে জেলা প্রশাসন। ২০১১-র জনসংখ্যা অনুযায়ী সবচেয়ে বেশি ১৩টি স্যাটেলাইট হেলথ সেন্টার হচ্ছে হলদিয়া পুরসভা এলাকায়। এখনকার জনসংখ্যার ভিত্তিতে হলে সংখ্যাটি আরও বাড়বে বলে প্রশাসনকে জানিয়েছেন হলদিয়া পুর কর্তৃপক্ষ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট