গোমুখ থেকে গঙ্গাসাগর পিতৃতর্পণের উদ্দেশ্যে সাইকেলযাত্রা শুরু করেন প্রখ্যাত সুরকার


বুধবার,০১/১২/২০২১
828

শান্তনু মৈত্রর সাইকেলযাত্রা। দুমাস আগে গোমুখ থেকে গঙ্গাসাগর পিতৃতর্পণের উদ্দেশ্যে সাইকেলযাত্রা শুরু করেন প্রখ্যাত সুরকার শান্তনু মৈত্র। প্রায় ৩ হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে সোমবার সন্ধ্যায় তিনি তাঁর মা ও স্ত্রীকে নিয়ে পৌঁছন গঙ্গাসাগর। আড়াই মাস আগে শান্তনুর পিতৃবিয়োগ ঘটে করোনায়। তখন তিনি মুম্বইয়ে ছিলেন। বাবার পারলৌকিক ক্রিয়া করে উঠতে পারেননি। পিতৃতর্পণে গঙ্গার গতিপথ ধরে সাইকেল চালাতে শুরু করেন। চলার পথে প্রতিটি নদী এলাকায় পিতৃতর্পণ সেরেছেন। গঙ্গাসাগরের শ্রীধাম স্কুলপ্রাঙ্গণে মঙ্গলবার সকালে তাঁর বাবা-সহ কোভিডে মৃত ১ হাজার মানুষের ছবি সংবলিত একটি স্মৃতিসৌধ গড়ে তুললেন তিনি। ‘অনন্ত যাত্রা’‌ নামে এই সৌধের উপর থাকবে তুলসী গাছের চারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট