পুরভোটে খরচ বাঁধল কমিশন


বুধবার,০১/১২/২০২১
717

পুরভোটে খরচ বাঁধল কমিশন। পুরভোটে কালো টাকার ব্যবহার রুখতে কঠোর হল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ওয়ার্ডের ভোটারের সংখ্যা অনুযায়ী খরচের হিসেব দেওয়া হয়েছে। যেমন একটি ওয়ার্ডে ৬ হাজারের কম ভোটার হলে একজন প্রার্থী মোট ৪২ হাজার টাকা খরচ করতে পারবেন। এরপর ভোটার প্রতি সর্বাধিক ৭ টাকা করে খরচ বাড়ানো যাবে। আবার কোনও ওয়ার্ডের ভোটারের সংখ্যা ১০ হাজার পর্যন্ত হলে একজন প্রার্থী খরচ করতে পারবেন ৮০ হাজার টাকা। অর্থাৎ ওয়ার্ডের জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে প্রার্থী প্রচারের জন্য বেশি টাকা খরচ করতে পারবেন। এভাবে ওয়ার্ডের জনসংখ্যা ৫০ হাজার পর্যন্ত হলে একজন প্রার্থী ভোটার প্রতি ৮ টাকা করে খরচ করতে পারবেন। আবার কোনও ওয়ার্ডের জনসংখ্যা যদি ৫০ হাজারের বেশি হয় তবে ওই প্রার্থী প্রচারের জন্য সর্বাধিক ৪ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন। সব খরচের হিসেব নির্বাচন কমিশনকে জমা করতে হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট