মারাদোনার মূর্তি বসল নাপোলিতে


মঙ্গলবার,৩০/১১/২০২১
590

মারাদোনার মূর্তি বসল নাপোলিতে। প্রয়াত কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে আগেই হোম গ্রাউন্ডের স্টেডিয়ামের নাম পাল্টে ‘দিয়েগো আর্মান্দো মারাদোনা’ স্টেডিয়াম রেখেছিল নাপোলি ক্লাব। রবিবার রাতে লাজিওর বিরুদ্ধে সিরি এ-র ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে আর্জেন্টাইন কিংবদন্তির ব্রোঞ্জ মূর্তি বসিয়ে আরও একবার তাঁকে শ্রদ্ধা জানাল নাপোলি। নাপোলির ফুটবলাররা যে জার্সি গায়ে মাঠে নেমেছিলেন, তাতে ছিল মারাদোনার ছবি। প্রয়াত নায়ককে নাপোলির ফুটবলাররা শ্রদ্ধাও জানিয়েছেন লাজিওকে ৪-০ গোলে বিধ্বস্ত করে। এই জয়ের সুবাদে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সিরি এ-র শীর্ষস্থান ধরে রেখেছে নাপোলি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট