শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই, কৃষি আইন প্রত্যাহার বিল-২০২১, আজ সংসদে পাশ হয়েছে। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর তিন কৃষি আইন প্রত্যাহার সংক্রান্ত বিলটি, বিরোধীদের হৈ-হট্টগোলের মধ্যেই, লোকসভায় পেশ করেন। অধ্যক্ষ ওম বিড়লা এরপর জানান, এই হৈচৈ-এর মধ্যে এই বিল নিয়ে আলোচনা সম্ভব নয়। সেকারণে, কোনোরকম আলাপ-আলোচনা ছাড়াই, বিলটি সভায় গৃহীত হয়। এরপর দ্বিতীয়ার্ধে, কৃষিমন্ত্রী রাজ্যসভায় বিলিটি পেশ করেন। সেখানেও, তুমুল হৈ-হট্টগোলের মধ্যে, কোনোরকম আলোচনা ছাড়াই, বিলটি পাশ হয়ে যায়।
কৃষি আইন প্রত্যাহার বিল-২০২১, আজ সংসদে পাশ
সোমবার,২৯/১১/২০২১
443