রাজ্যসভার ১২ জন বিরোধী সদস্যকে, সংসদের শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। এদের মধ্যে আছেন, কংগ্রেসের-ছয়, তৃণমূল কংগ্রেসের-দুই, এবং শিবসেনা, সিপিআই ও সিপিআইএম-এর একজন ক’রে সদস্য। সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে বিশৃঙ্খল আচরণের জন্যেই এদের সাসপেন্ড করা হ’লো ব’লে, রাজ্যসভা সূত্রে জানা গেছে। সাসপেন্ড হওয়া সদস্যদের মধ্যে, তৃণমূল কংগ্রেসের দোলা সেন ও শান্তা ছেত্রী ছাড়াও, কংগ্রেসের ফুলোদেবী নেতাম, ছায়া বর্মা, রিপুণ বোরা, রাজামণি প্যাটেল, সৈয়দ নাসির হুসেন ও অখিলেশ প্রসাদ সিং, সিপিআই-এর বিনয় বিশ্বম, সিপিআইএম-এর এলা মারাম করিম এবং শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী ও অনিল দেশ মুখ রয়েছেন।
রাজ্যসভার ১২ জন বিরোধী সদস্যকে সাসপেন্ড !
সোমবার,২৯/১১/২০২১
411