কলকাতা পুরসভার আট নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর পার্থ মিত্রের নাম কংগ্রেসের প্রার্থী তালিকায় থাকায় জল্পনা শুরু হয়েছিল তার দলবদল নিয়ে। রবিবার পার্থবাবুর সঙ্গে দেখা করেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। পার্থ মিত্র পরিষ্কার জানিয়ে দেন, অনুমতি ছাড়ায় কংগ্রেস প্রার্থী তালিকায় তাঁর নাম রেখেছে। তিনি তৃণমূলেই আছেন। কলকাতার ৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর পার্থ মিত্রকে এবার প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। এই ওয়ার্ডে ঘাসফুলের নতুন মুখ রাজ্যের মন্ত্রী শশী পাঁজার কণ্যা পূজা পাঁজা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী বদলের সুযোগে ঘোলা জলে মাছ ধরতে নামে কংগ্রেস। কংগ্রেসের প্রার্থী তালিকায় নাম রাখা হয় পার্থ মিত্রকে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সেই প্রার্থী তালিকা ঘোষণাও করে দেওয়া হয়। রবিবার পার্থবাবু স্পষ্ট জানিয়ে দিলেন , তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, তৃণমূল কংগ্রেসেই আছেন। তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম রবিবার দেখা করেন পার্থ মিত্রের সঙ্গে। পরে ফিরহাদ জানান, পার্থ মিত্রকে নিয়ে বিভ্রান্তির কোন কারণ নেই। দলের অন্যান্য কাজ করবেন তিনি। প্রার্থীকে জেতাতেও কাজ করবেন।
কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় উঠে এসেছে অনেক নতুন মুখ। গুরুত্ব দেওয়া হয়েছে নতুন প্রজন্মের ওপর। স্বাভাবিকভাবেই পুরনো অনেকেই এবার লড়াইয়ের ময়দানে থাকছেন না। সেই তালিকায় রয়েছেন পার্থ মিত্র। তাঁর নাম কংগ্রেসের প্রার্থী তালিকায় রাজনৈতিক মহলে শোরগোল ছড়ায়। তবে এই বিদায়ী কাউন্সিলর তার অবস্থান স্পষ্ট করে দেওয়ায় যাবতীয় জল্পনা শেষ হল।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল আজ বেজিংয়ে, ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন।…
আগামী বছরের জানুয়ারি মাস থেকে ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন। ৩৯ টি দেশের…
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সী’- NTA, আগামী বছর থেকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক প্রবেশিকা…
বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।…
রাজ্য সরকারের উদাসীনতার কারণে ন্যাশনাল ‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি বলে কেন্দ্রীয় শিক্ষা…
সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI জানিয়েছে, কোনো ব্যক্তি বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে…