কলকাতা পুরসভার খিদিরপুর পোর্ট এলাকার ৭৫ নম্বর ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলর বিলকিস বেগম এদিন উল্লেখযোগ্যভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। রাজ্যের পরিবহন ও আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিম তার হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন। এদিনেই যোগদান অনুষ্ঠানে ফিরহাদ জানান, বিলকিস বেগম দীর্ঘদিন ধরে কলকাতা পুরসভার 75 নম্বর ওয়ার্ডে সাফল্যের সঙ্গে কাজ করে আসছে। রাজনৈতিক বিরোধিতা থাকলেও বিলকিসের সঙ্গে ফিরহাদ এর সম্পর্ক দাদা বোনের মতোই বজায় ছিল। গতকালই রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে কলকাতা পুরভোটের যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়, সেখানে দেখা যায় ৭৫ নম্বর ওয়ার্ড শুধু নয় ১৪৪ টি ওয়ার্ডের কোথাওই বিলকিস বেগমের নাম রাখা হয়নি। দীর্ঘদিনের কাউন্সিলর হিসেবে কাজ করে আসা এবং কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সিপিআইএম দলকে জয়লাভ করতে সমর্থ হওয়ার পরও এক প্রকার অনৈতিক ভাবে বিলকিস বেগম কে ৭৫ নম্বর ওয়ার্ড থেকে শুধু নয় এবারের পুরভোট থেকে তাকে প্রার্থী না করার সিদ্ধান্ত গ্রহণ করা সিপিআইএম তথা বামফ্রন্টের আরো একটি ঐতিহাসিক ভুল বলে মন্তব্য করলেন ফিরহাদ। বিলকিসের যোগদানের ফলে ৭৫ নম্বর ওয়ার্ড সহ পার্শ্ববর্তী অন্যান্য ওয়ার্ডগুলিও তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্ট শক্তিশালী হবে বলেও এদিন মন্তব্য করলেন ফিরহাদ হাকিম।
সিপিআইএম কাউন্সিলর বিলকিস বেগম তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন
শনিবার,২৭/১১/২০২১
837