বাড়িতে ঢুকে শুঁড়ে পেঁচিয়ে এক মহিলাকে মেরে ফেলল হাতি


শুক্রবার,২৬/১১/২০২১
521

শুঁড়ে পেঁচিয়ে মারল হাতি। বাড়িতে ঢুকে শুঁড়ে পেঁচিয়ে এক মহিলাকে মেরে ফেলল হাতি। ঘটনা, খড়িবাড়ির বাতাসীর আন্ধারু জোত এলাকায়। মৃতের নাম সরস্বতী সরকার।ঘটনার বিবরণ দিতে গিয়ে আতঙ্কে গলা কাঁপছে স্থানীয়দের। তাঁরা জানিয়েছেন, শুক্রবার সকালে সরস্বতীর বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়ে হাতি। তখন বাড়িতে কাজ করছিলেন তিনি। হঠাৎ চিৎকারে স্থানীয়রা ছুটে আসেতই দেখেন শুঁড়ে পেঁচিয়ে সরস্বতীকে মেঝেতে আছাড় মারছে হাতিটি। ভয়ে সামনে যেতে পারেননি স্থানীয়রা। তাঁদের দিকেও তেড়ে আসে হাতিটি। অনেকে দৌড়ে প্রাণে বাঁচেন। হাতির আক্রমণে ততক্ষণে মাটিতে লুটিয়ে পড়েন সরস্বতী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ এবং বনদফতরের কর্মীরা। হাতিটি এলাকাছাড়া হলে ফের ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরা গুরুতর জখম সরস্বতীকে বাতাসি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে। সরস্বতীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট