সেরা গ্রামীণ হাসপাতালের তকমা পেল ঘাটালের বিদ্যাসাগর গ্রামীণ হাসপাতাল


শুক্রবার,২৬/১১/২০২১
683

জেলার সেরা গ্রামীণ হাসপাতালের তকমা পেল ঘাটালের বিদ্যাসাগর গ্রামীণ হাসপাতাল। পরিষ্কার-পরিছন্নতা, স্বাস্থ্য পরিষেবা দান ও প্রাকৃতিক পরিবেশ বিচার করে রাজ্য স্বাস্থ্য দফতর এই স্বীকৃতি দিল। পাশাপাশি গোটা রাজ্যে নবম স্থানও অধিকার করেছে এই হাসপাতাল। জন্মস্থান বীরসিংহ গ্রামের যে জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজে স্বাস্থ্য পরিষেবার লক্ষ্যে দাতব্য চিকিৎসালয় খুলেছিলেন, সেখানেই তাঁকে সম্মান জানিয়ে এই হাসপাতালটি তৈরি হয়। আগেও এই প্রতিষ্ঠানটি রোগী পরিষেবা, পরিবেশ-পরিচ্ছন্নতা ও বর্জ্য-নিষ্কাশনের বিচারে রাজ্যে প্রথম স্থান পেয়েছিল। ঘাটালের এই হাসপাতালটিতে বীরসিংহ গ্রামের আশপাশের মানুষ ছাড়াও দূরদূরান্তের অনেক মানুষ চিকিৎসার জন্য আসেন। এখানে ডিজিটাল এক্স-রের ব্যবস্থাও আছে। জানা গিয়েছে, সমীক্ষকদের পরীক্ষায় ৯৭.৩ পয়েন্ট পেয়ে জেলার সেরা হয়েছে বিদ্যাসাগরের নামাঙ্কিত এই হাসপাতাল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট