প্রার্থী না দিয়ে অন্য কেউ লড়লে তাকে সমর্থন করবে বামফ্রন্ট


শুক্রবার,২৬/১১/২০২১
854

কয়েকটি ওয়ার্ডে দল শক্তিশালী নয়, সেগুলোতে প্রার্থী না দিয়ে অন্য কেউ লড়লে তাকে সমর্থন করবে বামফ্রন্ট। শুক্রবার বামেদের তরফে প্রার্থী তালিকা প্রকাশ করে এমনটাই জানানো হল সংবাদ মাধ্যমে। ছেড়ে রাখা ১৭ টি ওয়ার্ডে কংগ্রেস, আইএসএফ যে দলই প্রার্থী দেবে তাদের সমর্থন করবে বামফ্রন্ট। এমনকী ওই ওয়ার্ডগুলিতে কোনও বিশিষ্ঠ ব্যক্তি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ালে তাঁকেও সমর্থন করা হবে বলে জানিয়েছে বামেরা।

কলকাতা পুরভোট বামফ্রন্ট যে ওয়ার্ডগুলিতে লড়ছে না সেগুলি হল, ২২, ৪৩,৪৫,৪৭,৪৯,৫০,৫৩,৫৮,৬১,৬২,৮৬,৮৯,১১৯,১৩৪,১৩৫,১৩৭,১৪২। বাকি কয়েকটি ওয়ার্ডে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বাম নেতা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট