২৬/১১ হামলার ১৩ বছরে শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য মুম্বইয়ে


শুক্রবার,২৬/১১/২০২১
347

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইতে রক্তস্রোত বয়ে গিয়েছিলো। সন্ত্রাসবাদীদের হামলায় প্রাণ হারিয়েছিলেন অসংখ্য মানুষ। সেই হামলার আজ ১৩ বছর পার হয়ে গেছে। ১৩ বছর আগের সেই হামলায় শহিদদের স্মরণ করে এদিন শ্রদ্ধা জানানো হয় মুম্বইতে। মহারাষ্ট্রের গভর্নর ভগত সিংহ কোশিয়ারি, উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল সন্ত্রাসী হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল, স্মৃতি ইরানি সহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দেশের প্রতিরক্ষার জন্য জীবন উৎসর্গ করা সব জওয়ান,পুলিশ এবং নাগরিকদের বিনম্রভাবে শ্রদ্ধা জানান।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্যুইটে লিখেছেন, মুম্বইয়ে ২৬/১১ সন্ত্রাসাবাদী হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই। সন্ত্রাসবাদীদের কাপুরুষের মতো আক্রমণের সামনে যে নিরাপত্তা রক্ষীরা লড়াই করেছিলেন তাঁদের সাহসকে স্যালুট। আপনাদের সাহসিকতায় গোটা দেশ গর্বিত। এই ত্যাগ দেশবাসী মনে রাখবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট