জেলা সমাজকল্যাণ দফতরের অধীন জেলা শিশুসুরক্ষা ইউনিটের সহযোগিতায় বুধবার জেলা প্রশাসনের কনফারেন্স হলে প্রাইভেট নার্সিংহোম ও হাসপাতাল কর্তৃপক্ষদের নিয়ে সচেতনতা শিবির হল। প্রশাসনের উদ্যোগে শিবিরে শিশুদের দত্তক বিষয়ক আইন ও শিশুসুরক্ষা বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের আইনগত ও সামাজিক দায়বদ্ধতার কথা তুলে ধরা হয়। ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায়, নন্দীগ্রাম হাসপাতালের সুপার ও জেলা সমাজকল্যাণ আধিকারিক পূর্ণেন্দু পৌরাণিক, জেলা শিশুকল্যাণ কমিটির চেয়ারপারসন ডাঃ দিলীপকুমার দাস প্রমুখ।
জেলা প্রশাসনের কনফারেন্স হলে প্রাইভেট নার্সিংহোম ও হাসপাতাল কর্তৃপক্ষদের নিয়ে সচেতনতা শিবির
শুক্রবার,২৬/১১/২০২১
472