রাস্তা বন্ধ। নোটিশে লেখা, ‘মাইগ্রেশন চলছে’ !


শুক্রবার,২৬/১১/২০২১
1739

রাস্তা বন্ধ। নোটিশে লেখা, ‘মাইগ্রেশন চলছে’। কিন্তু কাদের? কাঁকড়াদের। বছরের এই সময়ে অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ড রাস্তা বন্ধ থাকে কাঁকড়াদের মাইগ্রেশনের জন্য। হাজার হাজার কাঁকড়া রাস্তা পার হয়ে যায় সমুদ্রের পথে। তারা যাতে নিরাপদে তাদের গন্তব্যের দিকে যেতে পারে তাই রাস্তা বন্ধ করে দেওয়া হয় প্রত্যেক বছর। আবার এখানে মরশুমের প্রথম বৃষ্টিপাত হয় এই সময়েই। বৃষ্টিভেজা পথ ধরে কাঁকড়ার দল যাতে নিরাপদে যেতে পারে সেজন্য একটি ‘ক্র্যাব ব্রিজ’ও বানিয়ে দেওয়া হয়েছে। সেই পথ দিয়ে প্রশান্ত মহাসাগরে যায় তারা। পরিবেশপ্রেমীরা কাঁকড়াদের এই পরিযানকে নাম দিয়েছেন ‘নেচার্স মোস্ট কালারফুল মাইগ্রেশন’।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট