সেরিব্রাল পলসি পড়ুয়ার পাশে দাঁড়াল ব্লক প্রশাসন


বৃহস্পতিবার,২৫/১১/২০২১
754

রোগীর পাশে প্রশাসন। সেরিব্রাল পলসি পড়ুয়ার পাশে দাঁড়াল ব্লক প্রশাসন। জন্মের পর থেকেই সেরিব্রাল পলসিতে আক্রান্ত চাঁচলের শীতলপুরের বাসিন্দা মৃণাল আলি (১৫)। দু পায়ের জোর নেই। কিন্তু মনের জোরে চালিয়ে যাচ্ছে লেখাপড়া। বাবা দবিরুদ্দিনও দীর্ঘদিন ধরে অসুস্থ। অভাবের সংসার। ব্লক প্রশাসনের দ্বারস্থ হয় পরিবারটি। সঙ্গে সঙ্গেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় প্রশাসন। বিডিও সমীরণ ভট্টাচার্য তাঁদের সবরকম সাহায্যের আশ্বাস দেন। সেরিব্রাল পলসি আক্রান্ত কিশোর জানিয়েছে, তার হাত-পা অসাড়। নিজের হাতে খেতেও পারে না। কিন্তু লেখাপড়া চালিয়ে যেতে চায়। বিডিও বলেন, ‘কিশোরটি পরিবারকে সঙ্গে নিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমি ওর সব কথা শুনেছি। প্রশাসন পাশে আছে। আমরা ওদের সবরকম সাহায্য করব। মৃণালের লেখাপড়া চলবে।’ প্রশাসনের এই উদ্যোগে স্বস্তিতে মৃণালের পরিবার। ধন্যবাদ জানিয়েছেন বিডিওকে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট