কৃষক-আন্দোলন জোরালো হবে , বললেন পূূর্ণেন্দু বসু


বৃহস্পতিবার,২৫/১১/২০২১
388

কৃষক-আন্দোলন জোরালো হবে , বললেন পূূর্ণেন্দু বসু।কৃষকদের আন্দোলন এবং দেশ জুড়ে প্রতিবাদের জেরে কেন্দ্রীয় সরকারকে প্রত্যাহার করে নিতে হয়েছে তিন কালা কৃষি আইন। সেটিকে কৃষকদের বিজয় হিসাবে তুলে ধরতে বৃহস্পতিবার পুরুলিয়ায় অনুষ্ঠান করল পশ্চিমবঙ্গ কিসান খেতমজদুর তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা শাখা। রবীন্দ্রভবনে আয়োজিত সভায় কেন্দ্রীয় সরকারের কৃষিনীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন সংগঠনের রাজ্য সভাপতি, প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু। সভায় ছিলেন সংগঠনের জেলা চেয়ারম্যান রেবতীরমণ টুডু, সভাপতি প্রসেনজিৎ মাহাত, মন্ত্রী সন্ধ্যারানী টুডু, সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাত, জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া প্রমুখ। কেন আন্দোলনরত কৃষকেরা আন্দোলন এখনও তোলেননি, তার ব্যাখ্যা দিয়ে পূর্ণেন্দু বলেন, কৃষি আইন বাতিল হচ্ছে কি না, তা নিশ্চিতভাবে দেখতে চান কৃষকেরা। এ ছাড়া সরকারি সহায়কমূল্যে ফসলবিক্রি, সহজ শর্তে কৃষিঋণদান, জমির অধিকাররক্ষা, কৃষিঋণ মকুব ইত্যাদি দাবিও রয়েছে তাঁদের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট