হস্তশিল্পে নজির উত্তরবঙ্গের। রাজ্যভিত্তিক হস্তশিল্প প্রতিযোগিতায় নজির গড়লেন উত্তর দিনাজপুরের শিল্পীরা। জিতে নিল তিনটি প্রথম পুরস্কার। এই সাফল্যে উচ্ছ্বসিত জেলার শিল্পী মহল। এখানে অংশগ্রহণ করেছিলেন রাজ্যের বিভিন্ন জেলার শিল্পীরা। সকলের হাতের কাজই চোখধাঁধানো। উত্তর দিনাজপুর জেলার শিল্পীরা আরও একটি বিশেষ তৃতীয় পুরস্কার অর্জন করে নিয়েছেন। উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাজ্যভিত্তিক জেলা হস্তশিল্প প্রতিযোগিতায় জেলা শিল্প আধিকারিকের তত্ত্বাবধানে ১২ জন প্রতিযোগী অংশ নেন। তাঁদের মধ্য থেকেই তিনজন প্রথম পুরস্কার অর্জন করেন। কাঠের উপর দুটো ও টেরাকোটার ওপর একটি প্রথম পুরস্কার পাওয়া গিয়েছে। এছাড়াও বাঁশের শিল্পকর্মের উপর একটি তৃতীয় পুরস্কার অর্জন করেছেন শিল্পীরা।
হস্তশিল্পে নজির উত্তরবঙ্গের
বৃহস্পতিবার,২৫/১১/২০২১
695