ফের শুরু দুয়ারে সরকার ক্যাম্প। জনপ্রিয় এই প্রকল্পে এবার ফের জানুয়ারি মাসের জন্য বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ থেকে ১০ জানুয়ারি হবে প্রথম দফায় দুয়ারে সরকার। এরপর ২০ থেকে ৩০ জানুয়ারি হবে দ্বিতীয় দফা। পাশাপাশি দুয়ারে সরকারের যাবতীয় কাজ শেষ করতে হবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে, এমনটাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দুয়ারে সরকার প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডারের জনপ্রিয়তা তুঙ্গে। ১ সেপ্টেম্বর থেকে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন মহিলারা। লক্ষ্মীর ভাণ্ডারে কীভাবে আবেদনপত্র পূরণ করতে হবে, কী কী প্রয়োজনে দুয়ারে সরকার ক্যাম্পে সহযোগিতা পাওয়া যাবে, সেসব বিষয়ে মহিলাদের সাহায্য করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। এই প্রকল্পে তফসিলি জাতি-উপজাতির মহিলারা পাচ্ছেন মাসে ১০০০ টাকা। অনান্য শ্রেণিভুক্ত মহিলারা হাতে পাচ্ছেন ৫০০ টাকা। স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়েই এই প্রকল্পের আবেদন করা যায়। সমাজের পিছিয়ে পড়া মানুষদের বিভিন্ন সুবিধা দিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার প্রকল্প চালু করেন। এতে উপকৃত হচ্ছেন বহু মানুষ।
ফের শুরু দুয়ারে সরকার ক্যাম্প
বৃহস্পতিবার,২৫/১১/২০২১
898