PMGKAY সুবিধার মেয়াদ আরো চার মাস বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার


বৃহস্পতিবার,২৫/১১/২০২১
619

কোভিড-এর কারণে ক্ষতিগ্রস্ত দেশের গরীব মানুষ-এর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার PMGKAY সুবিধার মেয়াদ আরো চার মাস বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। গতকাল কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে যোজনার মেয়াদ পয়লা ডিসেম্বর থেকে বাড়িয়ে আগামী বছরের ৩১শে মার্চ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পাশ হয়। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার মেয়াদবৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলার প্রত্যন্ত এলাকার গরীব মানুষেরা। এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে তাঁদের বক্তব্য, করোনাকালে তাঁরা যে আর্থিক অনটনের সম্মুখীন হয়েছেন, কেন্দ্রীয় সরকারের এই জনমুখী প্রকল্পের ফলে তাঁদের খাদ্যের জন্য চিন্তা করতে হবে না। এই প্রকল্প চালিয়ে যাবারও দাবি জানিয়েছেন তাঁরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট