যুদ্ধকালীন তৎপরতায় পোষণ অভিযান কার্যকর করতে নির্দেশ


বৃহস্পতিবার,২৫/১১/২০২১
505

প্রধানমন্ত্রী দেশের প্রতিটি রাজ্যে যুদ্ধকালীন তৎপরতায় পোষণ অভিযান কার্যকর করতে নির্দেশ দিয়েছেন। গতকাল উনচল্লিশতম প্রগতি আলোচনায় ‘পোষণ অভিযান’ এর অগ্রগতি পর্যালোচনা করে প্রধানমন্ত্রী শিশুদের পুষ্টি এবং স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন। বৈঠকে আটটি প্রকল্প সহ মোট নয়টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এগুলির মধ্যে তিনটি প্রকল্প রেল মন্ত্রকের দুটি করে সড়ক পরিবহন এবং মহাসড়ক ও বিদ্যুৎ মন্ত্রকের। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের একটি প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। বিহার মধ্যপ্রদেশ রাজস্থান অন্ধ্রপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে প্রায়ই কুড়ি হাজার কোটি টাকা ব্যয়ে এই আটটি প্রকল্প রূপায়িত হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট