আগামীকাল দেশজুড়ে সংবিধান দিবস উদযাপন


বৃহস্পতিবার,২৫/১১/২০২১
394

১৯৪৯ সালে সংবিধান পরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান গৃহীত স্মরণে আগামীকাল দেশজুড়ে সংবিধান দিবস উদযাপন করা হবে। ২০১৫ সালে ‘সংবিধান দিবস’ পালনের সূচনা হয়। সংবিধান দিবসের উদযাপনে প্রধানমন্ত্রী, সংসদ এবং বিজ্ঞান ভবনে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। সকাল ১১ টায় সেন্ট্রাল হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের পর সংবিধানের প্রস্তাবনা পাঠে লাইভ অনুষ্ঠানে দেশবাসী যোগ দেবেন। তিনি সাংবিধানিক গণতন্ত্রের ওপর আয়োজিত এক ক্যুইজ অনুষ্ঠানের সূচনা করবেন। প্রধানমন্ত্রী বিকেল সাড়ে ৫ টায় বিজ্ঞান ভবনে সুপ্রিম কোর্ট আয়োজিত দু’দিনের সংবিধান দিবসের উদ্বোধন করবেন। শীর্ষ আদালতের সব বিচারপতি, সব হাইকোর্টের বিচারপতি, সিলিসিটার জেনারেল এবং অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানে অংশ নেবেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট