দেশব্যাপী কোভিড টিকাকরণ অভিযানের আওতায় এ পর্যন্ত ১১৯ কোটি ৩৮ লক্ষের বেশি কোভিড ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৯০ লক্ষ সাতাশ হাজারের বেশি কোভিড ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৯হাজার ১১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন মোট আক্রান্তের ০.৩২ শতাংশ। আরোগ্যের হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ ২০২০’র মার্চের পর সর্বোচ্চ। গত ২৪ ঘন্টায় সেরে উঠেছেন ১০ হাজার ২৬৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে যে এ পর্যন্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে ১৩২ কোটি ৩৩ লক্ষের বেশি কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে। রাজ্যগুলির হাতে এখনো পর্যন্ত ২২ কোটি ৭২ লক্ষের বেশি অব্যবহৃত ভ্যাকসিন রয়েছে।
এ পর্যন্ত ১১৯ কোটি ৩৮ লক্ষের বেশি কোভিড ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে
বৃহস্পতিবার,২৫/১১/২০২১
533