স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত উদ্যোগীদের তৈরী সামগ্ৰী নিয়ে “স্বয়ংসিদ্ধা প্রদর্শনী ও বিপণন ২০২১”


বৃহস্পতিবার,২৫/১১/২০২১
767

পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের অধীনে রাজ্য নগর উন্নয়ন সংস্থা (SUDA) ও ইংরেজবাজার ও ওল্ড মালদা পৌরসভা যৌথ উদ্যোগে “স্বয়ংসিদ্ধা প্রদর্শনী ও বিপণন ২০২১” সকল‌ স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত উদ্যোগীদের তৈরী সামগ্ৰী নিয়ে আয়োজন করা হয়।পরিচালনায় রাজ্য নগর জীবিকা মিশন।আজ এই প্রদর্শনীর শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন শ্রী রাজর্ষি মিত্র- মাননীয় জেলা সমাহর্তা মালদা, শ্রীমতি সাবিনা ইয়াসমিন-উওরবঙ্গ উন্নয়ন,সেচ, স্বনির্ভর গোষ্ঠীর প্রতি মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, বৈভব চৌধুরী মাননীয় এডি.এম(G), ইংলিশ বাজার পৌরসভার চেয়ারপারসন সুমাত্রা আগরওয়ালা,ইংলিশ বাজার পৌরসভার ভাইস চেয়ারপার্সন চৈতালি ঘোষ সরকার। করোনা কালে বহুদিন পর উৎপাদিত সামগ্ৰীর প্রর্দশনী ও বিক্রির ব্যবস্থা হতে চলায় খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। প্রর্দশনীটিতে রয়েছে ৩৪টি স্টল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট