প্রারম্ভিক শৈশব ও শিশু যত্ন শিক্ষা দিবস


বৃহস্পতিবার,২৫/১১/২০২১
571

আজ প্রারম্ভিক শৈশব ও শিশু যত্ন শিক্ষা দিবস। শিশু মননের উপযোগী পরিবেশে তাদের পাঠ দানের লক্ষ্যে অঙ্গন ওয়ারী কেন্দ্র গুলিকে নানান উপকরণে সাজিয়ে শিশু আলয়ে উন্নিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিন পূর্ব বর্ধমানে আজ ১৫২ টি শিশু আলয়ের উদ্বোধন করা হয়। রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যান দপ্তরের মন্ত্রী শশী পাঁজা এক অনুষ্ঠানে বাঁকুড়া থেকে এর উদ্বোধন করেন। এই উপলক্ষ্যে খন্ডঘোষ ব্লকের সগড়াই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, স্থানীয় বিধায়ক নবীন চন্দ্র বাগ,বর্ধমান দক্ষিনের মহকুমাশাসক কৃষ্ণেন্দু মন্ডল, জেলা প্রকল্প আধিকারিক পাপিয়া হালদার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট