দুয়ারে রেশন ব্যবস্থা খতিয়ে দেখতে মাঠে নামলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত প্রকল্পের বাস্তব রূপায়ণে তৎপর তিনি। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর একাধিক দুয়ারে রেশনের ক্যাম্প পরিদর্শন করেন মন্ত্রী। রাজ্য জুড়ে চালু হয়েছে দুয়ারে রেশন। এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে রেশন সামগ্রী। গত ১৬ নভেম্বর এই প্রকল্পের সূচনার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাঁর এই নির্বাচনী প্রতিশ্রুতি পালন করেন। রাজ্য খাদ্য দপ্তর প্রকল্পের সঠিক রূপায়নে বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পে কোন খামতি নয়, কোন অনিয়ম বরদাস্ত নয়। রেশন ডিলারদের উদ্দেশ্যে সেই বার্তা ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। প্রকৃতই গ্রাহকদের দোরগোড়ায় খাদ্য সামগ্রী পৌঁছাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে খোদ খাদ্যমন্ত্রীও বেরিয়ে পড়েছেন সফরে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের একাধিক জায়গায় সফর করেন মন্ত্রী। সঠিক ভাবে দুয়ারে রেশনের মাধ্যমে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন খাদ্য মন্ত্রী রথীন ঘোষ।
খাদ্যমন্ত্রী এদিন বিভিন্ন ‘দুয়ারে রেশন’-এর ক্যাম্পে গিয়ে রেশন ডিলার দের সঙ্গে কথা বলেন। তাদের অভাব অভিযোগ শোনেন। পাশাপাশি রেশন গ্রাহকদের সঙ্গেও কথা বলেন তিনি। এই প্রকল্পকে সাফল্যমন্ডিত করতে একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অার প্রকল্পের প্রকৃত বাস্তবায়নে খাদ্যমন্ত্রী শুরু করেছেন সফর।
দুয়ারে রেশন ব্যবস্থা খতিয়ে দেখতে মাঠে নামলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ
মঙ্গলবার,২৩/১১/২০২১
782