পুর ভোটের আগে বোর্ডের কাজের খুতিয়ান পেশ করলেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম


বৃহস্পতিবার,১৮/১১/২০২১
792

পুর ভোটের আগে বোর্ডের কাজের খুতিয়ান পেশ করলেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি দাবি করেন যে কলকাতা এখন পরিশ্রুত পানীয় জল জন্য স্বয়ংসম্পূর্ণ। এই পুর বোর্ডের অধীনে 57 কোটি 87 লক্ষ টাকা বরাদ্দ করে শারের বিভিন্ন জায়গা ওয়াটার পুয়াম্পিং স্টেশন থেকে নিয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও ক্যাপসুল বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করা হয়েছে। শুধু মাত্র পাল্টা ও গার্ডেন রিচ পাম্পিং স্টেশন থেকে 500 মিলিয়ন গ্যালন জল সরবরাহ করা হচ্ছে। 2015 সালে বোর্ড আসার পর থেকে নাগরিক পরিষেবা কে উন্নততর করার চেষ্টা করা হয়েছে। এছাড়া এদিন পুর ভোটের ইঙ্গিত দিয়ে জানালেন যে পুর ভোট হলে তিনি আর পুর সভায় আসবেন না। তাই সম্পূর্ণ দায়িত্ব সামলাবেন পুর কমিশনার বিনোদ কুমার। এছাড়া এদিন তিনি একটা হোয়াটসঅ্যাপ নম্বর জারি করে যাবতীয় পুর পরিষেবা পাওয়া যাবে বলে জানালেন তিনি। হোয়াটসঅ্যাপ নম্বর 8335999111 এখানে ডেথ সার্টফিকেট বা বার্থ সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। আর লাইনে কাউকে দাড়াতে হবে না বলে এদিন জানান পুর প্রশাসক। তিনি জানান সোম থেকে শুক্র 12 জন কে ডাকা হবে পুর সভায় যারা যারা 11 টা থেকে দুটো পূর্যন্ত তাদের কাজ করতে পারবেন এছাড়া শনিবার 12:30 পূর্যন্ত পাওয়া যাবে ডেথ বা বার্থ সার্টিফিকেট। এছাড়া পুর কমিশনারের সঙ্গে কেউ দেখা করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে তারা তার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন বলে জানান তিনি।

এছাড়া ফিরহাদ হাকিম জানান যে কলকাতায় করোনা ২০০ থেকে ২৫০ মধ্যে ঘুরাফেরা করছে। তবে যারা এখন পর্যন্ত টিকা নেননি। আক্রান্তের সংখ্যা তাদের বেশি বলে জানান তিনি। তাই এদিন তার বার্তা যারা এখন পর্যন্ত টিকা নেননি তারা আর গাফলতির করবেন না। অবশ্যই টিকা নেবেন। এছাড়া যারা শুধু মাত্র প্রথম ডোজ নিয়েছেন কিন্তু দ্বিতীয় ডোজ নেননি।তাদের কে অভিলাম্ভে দ্বিতীয় ডোজ নিয়ে নেওয়ার পরামর্শ দিলেন প্রশাসক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট