কবিতা- সংকল্প


বৃহস্পতিবার,১৮/১১/২০২১
2175

পুষ্পিতা চট্টোপাধ্যায়

যদি প্রতিদিন সূর্যের মতো উঠি
পৃথিবীর বুকে ছড়াব আলোর প্রাণ
যদি প্রতিদিন পুষ্পর মতো ফুটি
সুগন্ধ মাখা দেবো কবিতার ঘ্রাণ।

যদি প্রতিদিন পাখিদের মতো হই
শান্তির খোঁজে প্রতিদিন যাব উড়ে
যদি প্রতিদিন বাতাসের মতো রই
হেসে খেলে যাব প্রতি প্রাণশ্বাস জুড়ে।

যদি গাছ হই জেগে উঠি মাটি ফুঁড়ে
ক্লোরোফিল দেব সবুজ শাড়িতে এঁকে
যদি নদী হই প্রখর দহন জুড়ে
জ্বলনের বুকে ঢেউ হব এঁকেবেঁকে ।

যদি নির্মল হই আকাশের মতো
রাতকে জাগাব শতবর্ষের গানে
জ্যোৎস্নার জলে ঘুচাব তারার ক্ষত
বুকে টেনে নেব যারা ভালবেসে টানে

পুষ্পিতা চট্টোপাধ্যায়

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট