বিজেপি এমন একটা দল যে দলে থেকে কাজ করা যায় না। এই উপলব্ধি গত বিধানসভা নির্বাচনে তৃণমূল ছেড়ে যাওয়া উত্তরপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের ।এদিন তিনি জানান যে সময় আমি বিজেপিতে গিয়েছিলাম আমার অনেক বন্ধু বান্ধব শুভানুধ্যায়ী আমায় বারবার বলেছিলেন বিজেপি দলটির বিষয়ে তখন আমি তাদের কথায় গুরুত্ব দিইনি ,কিন্তু যখন বিজেপি তে গেলাম তখনও বুঝতে পারলাম এটা কোনো রাজনৈতিক দলই নয়। না বুঝতে পেরে নির্বাচন চলাকালীন বীতশ্রদ্ধ হয়ে আমি দলই ছেড়ে দিতে চেয়েছিলাম। এই দলের মধ্যে প্রচুর শাখা সংগঠন তাদের মাথায় যারা তারা সবাই নেতা সবক্ষেত্রেই টাকার চাহিদা। ভোটের মুখে বারবার রাজ্য কমিটিতে বুথ লেভেল কর্মীদের তালিকা চাওয়া সত্ত্বেও প্রথমদিকে তা পায়নি কিন্তু পরবর্তীকালে যে তালিকা পেয়েছি তার অর্ধেক টাই ঠিক নেই। নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা মারপিট এমন পর্যায়ে চলে গিয়েছিল তা সামাল দিতেই প্রাণান্তকর অবস্থা হয়েছিল তাই আমার উপলব্ধি কেন এই দলে থেকে কখনোই কাজ করা যাবে না।প্রবীর বাবু কে প্রশ্ন করা হয়েছিল আপনি কি তৃণমূলে যোগ দিচ্ছেন, উত্তরে তিনি জানান এই মুহূর্তে আমার কোনো ভাবনা চিন্তা নেই, তবে অনেক নেতা মন্ত্রী অনেক তৃণমূল নেতা আমার সঙ্গে আগেও যোগাযোগ ছিল এখনও আছে এমনকি আমার যখন মাতৃবিয়োগ হয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত আমাকে ফোন করে সহানুভূতি জানিয়েছিলেন, কিন্তু বিজেপির স্থানীয় নেতা ছাড়া কোনো বড় মাপের নেতা আমার খোঁজ নেননি। তাকে প্রশ্ন করা হয়েছিল ইলেকশনের সময় বিজেপি থেকে কত টাকা পেয়েছিলেন নির্বাচনের লড়াই করার জন্য। তার উত্তরে বলেন সেটা আমি না বললেও নির্বাচন লড়ার জন্য একটা টাকা দরকার জন্য সেই টাকা আমাকে দেয়া হয়েছিল কিন্তু ইলেকশন প্রচার পর্ব শুরু থেকে যেভাবে নেতা কর্মীরা টাকার জন্য চাপ দিয়েছিল যা টাকা পেয়ে ছিলাম তার থেকে তাদের চাহিদা ছিল অনেক বেশি। মোহভঙ্গ প্রবীর বাবু জানালেন আমার অবসর টা খুব ভালোই কাটছে লেখালিখি নিয়ে। আমি বেশ আছি বিভিন্ন পত্র-পত্রিকায় তাদের অনুরোধ অনুযায়ী আমি লিখছি আপাতত এই নিয়েই রোজকার জীবন
কলকাতা, ১৬ নভেম্বর ২০২৪:শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের উদ্যোগে আগামী শনিবার রাত থেকে রবীন্দ্র সেতু…
‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…
দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…
আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের জামুই জেলায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে…
মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। ঐ একই দিনে নান্দেথ…
পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তায় ‘সরস মেলা’র উদ্বোধন করবেন ।আগামীকাল তিনি যাবেন…