বুধবার শেষ হলো বিধানসভার শীতকালীন অধিবেশন। এদিন বিধানসভায় আসেন লোকসভারর সাংসদ তথা বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রথমে বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠক করার পর তিনি সোজা চলে যান রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমের ঘরে। বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি চুটিয়ে আড্ডা দেন বেশ কিছু সময়। সেইসময় ফিরহাদ হাকিমের ঘরে ছিলেন লোকসভার তৃণমূল সাংসদ আবু তাহের। আড্ডা দেন তিনিও। পরে রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ। সেখানেও বেশ কিছুসময় গল্প করেন তিনি। নতুন ব্রিজ নির্মানে কেন্দ্রকে চিঠি দেওয়ার আবেদন রাখলেন মলয় ঘটকের কাছে। দিলীপ ঘোষ রাজ্যের পূর্তমন্ত্রীর ঘরে গিয়ে দেখা করেন। গডকরির সঙ্গে এই ব্রিজ নির্মানে কথা হয়েছে বলে জানান দিলীপবাবু।
বিধানসভায় সৌজন্যের রাজনীতি দিলীপ ঘোষের
বৃহস্পতিবার,১৮/১১/২০২১
846