রাজ্যে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় খুলছে। তার আগে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটাইজেশন থেকে শুরু করে অন্য কোন সমস্যা থাকে তাহলে তা অবিলম্বে মিটিয়ে ফেলার জন্য জেলাশাসক থেকে শুরু করে স্কুল পরিদর্শক পর্যন্ত সকলকে বলা হয়েছে বলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। নদীয়ার কল্যাণী’তে আজ দুপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে পরে তিনি সাংবাদিকদের জানান, প্রত্যেকটা জেলার সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করা হয়েছে। তা সত্ত্বেও কিছু অভিযোগ রয়েছে। তবে, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উদ্বেগের কোন কারণ নেই। ১৮ বছর বয়সের নিচে ভ্যাকসিন দেওয়া নিয়ে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার করোনা প্রতিষেধক ভ্যাকসিন বণ্টন নিয়ে বৈষম্যমূলক আচরণ করছে।
কেন্দ্রীয় সরকার করোনা প্রতিষেধক ভ্যাকসিন বণ্টন নিয়ে বৈষম্যমূলক আচরণ করছে: ব্রাত্য বসু
সোমবার,১৫/১১/২০২১
863