দরজায় কড়া নাড়ছে কলকাতা ও হাওড়ার পুরভোট। রাজ্যের নির্দিষ্ট করা ১৯ ডেসেম্বরকেই সায় দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার ভোট প্রস্তুতি নিয়ে প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকরা। কলকাতা ও হাওড়া পুরভোটের জোরদার প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন। এই পুরভোট নিয়ে শুক্রবার কমিশনের সদর দফতরে বসছে প্রথম বৈঠক। কমিশনের আধিকারিকরা কলকাতা ও হাওড়ার পুলিশ ও প্রশাসনের সঙ্গে ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন। কমিশন সূত্রে খবর, এই বৈঠকে উপস্থিত থাকবেন কলকাতার পুলিশ কমিশনার, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক সহ অন্যান্য শীর্ষ কর্তারা।
প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি কোভিড বিধি কী ভাবে কার্যকর করা হবে তাও বৈঠকে উঠে আসতে চলেছে বলে জানা যাচ্ছ। রাজ্য সরকার আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরনিগমের ভোট করতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল। রাজ্যের সেই আর্জি মেনে নেয় কমিশন। শীঘ্রই পুর নির্বাচনের নির্ঘণ্ট রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করতে চলেছে। ইতিমধ্যেই ভোট প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলীয় বৈঠকের পাশাপাশি দেওয়ালে রঙ করা থেকে দেওয়ালে প্রতীক আঁকার কাজে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার নিউ আলিপুর সহ দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় তৃণমূল কর্মীরা দেওয়ালে জোড়া ফুল প্রতীক আকার কাজ শুরু করেন। শুধু অপেক্ষা প্রার্থী ঘোষণার। রাজ্যে বিধানসভা ভোটে চরম বিপর্যয়ের পর বাম কংগ্রেস বা বিজেপি অবশ্য অনেকটাই পিছিয়ে রয়েছে নির্বাচনী প্রস্তুতিতে।
সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ পাকিস্তানের অন্তত ৩০টি ভিন্ন ভিন্ন…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ পত্র…
ডিসেম্বর মাসে ভারতীয় পুঁজিবাজার বিদেশী বিনিয়োগকারীদের (এফপিআই) কাছ থেকে ব্যাপক লগ্নি লাভ করেছে। পুঁজিবাজারে জমা…
কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলে কেরালা ব্লাস্টার্স এক দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে মহামেডান…
বাঁকুড়ার বিষ্ণুপুর আজ থেকে হয়ে উঠেছে ঐতিহ্যের এক নতুন উজ্জ্বল মঞ্চ। সূচনা হয়েছে ৩৭তম বিষ্ণুপুর…
প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত। শনিবার কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস…