দার্জিলিং জয় রাইডের জন্য QR – code ভিত্তিক টিকিটিং পদ্ধতি শুরু


রবিবার,০৭/১১/২০২১
3078

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম পেটিএম – এর সঙ্গে অংশীদার হয়েছে। DHR এবং পেটিএম অংশীদারিত্বে গত ২রা নভেম্বর জয় রাইডের জন্য QR – code ভিত্তিক টিকিটিং পদ্ধতি শুরু করেছে। এর ফলে DHR এর অন্তর্গত টয় ট্রেন এর ভ্রমণের জন্য পর্যটকরা এখন পেটিএম অ্যাপ-এ টিকিট বুক করতে পারবেন। DHR এর এই ডিজিটাল টিকিটিং পদ্ধতিতে ভারতে প্রথম টয় ট্রেন পরিষেবা চালু হয়েছে। এই পদ্ধতি চালুর ফলে টিকিট বুকিং এর সময় কমবে, বর্তমান পরিস্থিতিতে ভিড় এড়ানো সম্ভব হবে বলে রেলের আধিকারিকরা আশা প্রকাশ করেছেন। ভ্রমণ করার সময় পর্যটকরা টিকিট কালেক্টরের কাছে তাঁদের ডিজিটাল টিকিট প্রদর্শন করতে হবে বলে DHR সূত্রের খবর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট