পুরুলিয়ার সোনাথলির সাধু আশ্রমের কালীপুজো বহু বছরের প্রাচীন। বিখ্যাত সাধক বিরজানন্দ ভারতী মহারাজ এখানে পুজো শুরু করেছিলেন। পুরনো ঐতিহ্য ও রীতি মেনে এই আশ্রমে পুজো হয়ে আসছে। শাক্ত ও বৈষ্ণব মতে পুজো হয়। স্বামী বিরজানন্দ ভারতী মহারাজের কালীপুজোর সঙ্গে জড়িয়ে আছে দেবীর মাহাত্ম্য ও নানান অলৌকিক কাহিনী। সোনাথলি সাধু আশ্রম ছাড়াও ভাগলপুর ও ধানবাদের আশ্রমের কালী পুজো করতেন স্বামী বিরজানন্দ ভারতী মহারাজ।
পুরুলিয়ার সোনাথলির সাধু আশ্রমের কালীপুজো বহু বছরের প্রাচীন
শনিবার,০৬/১১/২০২১
1215