যৌনকর্মীদের সামাজিক স্বীকৃতির দাবি


শনিবার,০৬/১১/২০২১
1164

দুর্বার মহিলা সমন্বয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ভাইফোঁটার অনুষ্ঠান। অংশ নিলেন বিধায়ক মদন মিত্র, দেবাশীষ কুমার সহ বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠান থেকে যৌনকর্মীদের সামাজিক স্বীকৃতি দাবি জানালেন তারা। ওঁরাও সমাজের মূল স্রোতে। ভাইফোঁটার দিনে ভাইয়ের কপালে ফোঁটা পরিয়ে আনন্দের অংশীদার ওরাও। আপ্লুত ভাইয়েরাও। শনিবার ভাতৃদ্বিতীয়ার দিনে সোনাগাছিতে আয়োজন করা হয়েছিল ভাইফোঁটা অনুষ্ঠানের। দুর্বার মহিলা সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত এ দিনের ভাইফোঁটা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রাজ্যের দুই বিধায়ক মদন মিত্র ও দেবাশীষ কুমার। এছাড়াও ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। দুর্বারের মহিলারা বরণ করে ভাইদের কপালে ফোঁটা পরিয়ে দেন। ছিল মিস্টির সমাহার। ভাইয়েরা তুলে দেন উপহার। দুর্বারের মহিলাদের কাছ থেকে ফোঁটা নিয়ে আপ্লুত দেবাশীষ কুমার। আর বললেন, কেউ মূলস্রোতের বাইরে নন।

এই অনুষ্ঠানে যোগ দিয়ে বিধায়ক মদন মিত্র যৌনকর্মীদের সামাজিক স্বীকৃতির দাবি জানালেন। অভিযোগ করলেন কেন্দ্রীয় সরকারের বাদন্যতায় যৌনকর্মীরা বঞ্চনার শিকার হচ্ছেন। এ ধরনের অনুষ্ঠান এক অন্য অনুভূতি এনে দিয়েছিল সোনাগাছির মেয়েদের। অতিথিরাও অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুশি হন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট