গড়িয়া কামডহরি নারকেল বাগানে আমন্ত্রনী পরিচালনায় ৩৭ তম বর্ষে পড়ল শ্রী শ্রী শ্যামা পূজা। করোনা বিধিনিষেধ মেনে পূজা উদ্যোক্তারা সুষ্ঠুভাবে পূজা পরিচালনা যাতে হয় তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। আগত দর্শনার্থীদের জন্য পূজা কমিটি মাক্স ব্যবহার জন্য প্রচার যেমন করছেন সাথে সাথে কমিটির তরফ থেকে আগত দর্শনার্থীদের হাতে মাক্স তুলেও দিচ্ছেন। ৩৭বছর আগে এলাকার কিছু উদ্যোগী ছেলে মেয়েরা মিলে নারকেলবাগান গড়িয়ায় আমন্ত্রণীর এই শ্যামা পূজা শুরু করেছিলন। আর আজ এই পূজা পাড়ার সকলের সক্রিয় সহযোগিতায় আলাদা মাত্রা পেয়েছে।পূজা উদ্বোধনে আসেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক মাননীয় শ্রী অরূপ বিশ্বাস মহাশয়। এ ছাড়াও উপস্থিত ছিলেন এগারো নম্বর বরোর সমন্বয়ক শ্রী তারকেশ্বর চক্রবর্তী মহাশয়। মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় তাঁর উদ্বোধনী ভাষণে বললেন আমরা প্রত্যেকেই যদি ঘরের মাকে পুজো করি সেটাই হচ্ছে আসল পূজা।এ ছাড়াও তিনি বলেন আমন্ত্রণীর পরিচালনায় শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষে অঞ্চলের সকল বয়সের মানুষজন যে ভাবে এক জোট হয়েছেন তা দেখে সত্যিই খুব ভাল লাগছে। করোনা আবহে প্রত্যেকে আমরা যেন সতর্ক থাকি সকলের সুস্থতা কামনা করে তাঁর বক্তব্য শেষ করে।
গড়িয়া আমন্ত্রনী পরিচালনায় ৩৭ তম বর্ষে পড়ল শ্রী শ্রী শ্যামা পূজা
বৃহস্পতিবার,০৪/১১/২০২১
1020