ত্রিপুরায় পা রেখেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়


রবিবার,৩১/১০/২০২১
946

ত্রিপুরায় পা রেখেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2023 সালে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিজেপি কে উৎখাত করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে, দাবি করলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ত্রিপুরার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে বিপ্লব দেবের সরকার। ডবল ইঞ্জিনের প্রতিশ্রুতি দিয়ে সেখানকার মানুষকে বিজেপি ধোঁকা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এদিনের ত্রিপুরা সফর ঘিরে টানটান উত্তেজনা ছিল। ত্রিপুরার বিপ্লব দেব সরকার এই সভা বানচাল করতে সর্বশক্তি প্রয়োগ করেছিল বলে অভিযোগ করেন তিনি। বিজেপির সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য তাঁর। অভিষেক বলেন, আসন্ন পুরসভা নির্বাচনের প্রত্যেকটি ওয়ার্ডের প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস ও সিপিএমের ও সমালোচনা করেন তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট