তৃণমূলের ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসভায় তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন তিনি। তৃণমূলে যোগ দিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপিতে গিয়ে তিনি ভুল করেছিলেন। এখন তার প্রায়শ্চিত্ত করবেন। ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকারের আমলে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি বলে অভিযোগ করেন রাজীববাবু। তিনি বলেন, বিজেপি ত্রিপুরা বাসীকে ধোঁকা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় আগামী 2023 সালে সরকার গঠন করবে বলে দাবি করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস ত্যাগ করে তিনি ভুল করেছিলেন। তাকে ভুল বোঝানো হয়েছিল এখন তা বুঝতে পেরেছেন। রাজীববাবু বলেন, বিজেপিতে থাকাকালীন পেট্রোল রান্নার গ্যাসের দাম কমানোর কথা বারবার বলেছেন, কর্মসংস্থানের কথা বারবার বলেছেন, কিন্তু হচ্ছে হবে বলে সময় কাটিয়েছে। আসলে বিজেপি কোন কথায় রাখে না, শুধু প্রতিশ্রুতি দেয়।
তৃণমূলে ফিরে বিজেপিকে কড়া আক্রমণ রাজীবের
রবিবার,৩১/১০/২০২১
1046