উত্তরবঙ্গের পাঁচদিনের সফর শেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া পৌঁছলেন। বৃহস্পতিবার কার্শিয়াং থেকে নেমে বাগডোগরা বিমানবন্দর থেকে গোয়ার পথে যাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। গোয়ায় তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তৃণমূল সুপ্রিমো। উত্তরবঙ্গের পাঁচ দিনের সফরে উত্তরকন্যায় ও কার্শিয়াংয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তৃতীয়বার সরকার গঠনের পর এই প্রথম উত্তরবঙ্গ সফরের মুখ্যমন্ত্রী। গোয়ার কর্মসূচি শেষ করে কলকাতায় ফিরে ছট পুজোর পরেই উত্তরপ্রদেশেও যাওয়ার কথা মমতার। পাশাপাশি নভেম্বর মাসে ফের উত্তরবঙ্গে আসার কথা কার্শিয়াং এর প্রশাসনিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী।
পাঁচ দিনের সফর সেরে গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়
বৃহস্পতিবার,২৮/১০/২০২১
979