ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশের দাবি


বৃহস্পতিবার,২৮/১০/২০২১
832

ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির প্রশ্নে তৃণমূল কংগ্রেসের দাবির পক্ষেই সায় দিল বিজেপি ও বামেরা। নতুন বছরের ৫ জানুয়ারি প্রকাশিত হবে নতুন ভোটার তালিকা। সেই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের অফিসে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। আগামী বছরের ৫ জানুয়ারি প্রকাশ পাবে নতুন ভোটার তালিকা। তার আগে নভেম্বর মাস জুড়ে চলবে নতুন ভোটারের নাম নথিভুক্ত থেকে শুরু করে সংশোধন ও বিয়োজনের কাজ। নতুন ভোটার তালিকা রূপায়নের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো নির্বাচন কমিশনের দপ্তরে। রাজ্যের নির্বাচনী আধিকারিকের তত্ত্বাবধানে এদিনের বৈঠকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য সকল দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সব দলের পক্ষ থেকেই ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশের দাবি জানানো হয় নির্বাচন কমিশনকে। তৃণমূল নেতা দেবাশীষ কুমার বলেন, প্রকৃত নাগরিকের নাম যেন কোনোভাবেই বাদ না যায় সেই দাবি তাঁরা জানিয়েছেন।

এদিনের সর্বদলীয় বৈঠকে তৃণমূলের পক্ষে প্রতিনিধিত্ব করেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং বিধায়ক দেবাশীষ কুমার। বিজেপির পক্ষে উপস্থিত ছিলেন সাংসদ অর্জুন সিং ও শিশির বাজোরিয়া। বামেদের পক্ষে বৈঠকর যোগ দেন রবীন দেব, প্রবীর দেব, হাফিজ আলম সইরানিরা। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় ছিলেন বৈঠকে। নতুন ভোটার তালিকা তৈরির কাজে বুথে বুথে ক্যাম্পেনিং চলবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট